শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ৬ উইকেটে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্রিকেট একাডেমী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজ কমিউনিটি ক্লাব ক্রিকেট দল। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. আফতাবুজ্জামান আল-ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারুক হোসেন, সদস্য মাহমুদুর রশিদ তুহিন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আল বসরী সোহান ও তারিক মাহমুদ ও সাইমুন সাদাবসহ অন্যরা।