শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চর হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বৃহস্পতিবার সকাল ১০ টায় "স্কুল মিল্ক কর্মসূচি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন এর সভাপতিত্বে ও ভেটেনারি সার্জন ডা: আবু ফেরদৌস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফতাবুজ্জামান আল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ। বিশেষ অতিথি, তৌফিক আজিজ, সহকারী কমিশনার, (ভূমি), শিবগঞ্জ, স্বাগত বক্তব্য রাখেন, ডা: মোহা: শাহাদৎ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
উল্লেখ্য যে, উক্ত মিল্ক কর্মসূচির কার্যক্রমটি প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এলডিডিপি প্রকল্পের আওতায় গত ২২মার্চ ২০২৩ খ্রী: থেকে কর্যক্রমটি চলোমান রয়েছে। বিদ্যালয়টিতে দুইশত ১৮ জন ছাত্র-ছাত্রী রয়েছে এবং তারা ছুটি ব্যাতীত সরকারি দিনগুলোতে বিনামূল্যে এক গ্লাস করে দুধ খাওয়ানো হয়।