শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী চাঁদপুর মাঠে পঞ্চম প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রানীবাড়ী ইউনাইটেড ক্লাবের আয়োজনে রানীবাড়ী ইউনাইটেড ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় রানীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাব বনাম আঁখিরা যুব সংঘ অংশ গ্রহন করেন। ফাইনাল খেলায় রানীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাবের সভাপতি আলহাজ্ব নাজমুল করিম পারভেজের সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার, জনাব মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান ।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, ফজলুর রহমান, ব্যবসায়ী মোঃ মজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, এমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, ইউনাইটেড ক্লাবের সকল সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রাইজ বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নিবার্হী অফিসার আফতাবুজ্জামান আল-ইমরান বলেন, শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামের পর দ্বিতীয় রানীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাব মাঠ , এই ফুটবল মাঠকে আমি আগামীতে একটি মিনি স্টেডিয়াম হিসেবে ঘোষণা করলাম, মিনি স্টেডিয়াম করতে যা যা করনীয় সবকিছুই করার প্রতিশ্রুতি দেন তিনি।
উক্ত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে রানীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে আঁখিরা যুব সংঘ বিজয় লাভ করেন।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে কমেডি করেন, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ কফিল উদ্দিন রুবেল, এবং খেলাটি পরিচালনা করেন আব্দুল খালেক বিশ্বাস, সোহাগ, ও শাহীন আকতার। খেলায় স্করার হিসেবে ছিলেন, মোঃ রাকিব উদ্দিন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ২৫০০০/- এবং চ্যাম্পিয়ন ট্রফি ???? এবং রানার্স আপ দলকে ১৫০০০/- টাকা ও রানার্স আপ ট্রফি ???? প্রদান প্রদান করেন।