শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মো. আফতাবুজ্জামান আল-ইমরানকে বিদায় সংবর্ধনা দিয়েছে শিবগঞ্জ পৌর পরিষদ।
গতকাল মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনের সঞ্চালনায় বিদায়ী বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মো. আফতাবুজ্জামান আল-ইমরান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জুল হোসেনসহ অন্যরা।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মো. আফতাবুজ্জামান আল-ইমরানের নিকট বিদায় সম্মাননার স্মারক তুলে দেয়া হয়।