শিবগঞ্জ প্রতিনিধি
ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গোপালনগর তেলিপাড়া আপন বাড়ী ফুটবল ক্লাবের আয়োজনে গত বৃহস্পতিবার রাতে গোপালনগর তেলিপাড়া আম বাগান মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুনামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবু তালেব।
এ সময় তিনি বলেন যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।
বিশিষ্ট সমাজসেবক সেতাউর রহমানের সভাপতিত্বে শ্যামপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ডা.রুহুল আমিন,ব্যবসায়ী সাইদুর রহমান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খেলায় গোপালনগর আদর্শ ফুটবল একাদশ ১-০ গোলে চাচা ভাতিজা ফুটবল একাদশকে পরাজিত করে