নিউজ ডেস্ক
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় প্রাপ্তি স্পিনার রিশাদ হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন এই ডানহাতি বোলার। বিশ্বকাপ মাতানোর পুরস্কার হিসেবে এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে সুযোগ পেয়েছেন রিশাদ।
আজ রোববার (০১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। যে দলে হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেলে বিগ ব্যাশের আগামী মৌসুমে কিছু ম্যাচ হলেও খেলতে চান রিশাদ। এ বছরের ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশ শেষ হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। একসময় বিপিএলও হওয়ার কথা। তাই স্বাভাবিকভাবেই রিশাদের জন্য খেলাটা সহজ হবে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪টি উইকেট নেন রিশাদ হোসেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি ছয়ে ছিলেন। এছাড়া ছিলেন আসরের ফ্যান্টাসি সেরা একাদশে। রিশাদ ছাড়াও আরও বেশকজন ক্রিকেটার নিলামে নাম দিয়েছেন। তারা হলেন হাসান মাহমুদ, জাকের আলী অনিক, রনি তালুকদার, শামীম হোসেইন, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন। তারা কেউ দল পান কিনা, সেটাই এখন দেখার বিষয়।