মঙ্গলবার, ২৪শে পৌষ ১৪৩১, ৭ই জানুয়ারী ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা


নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। গেল নভেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে খেলা দুইজনকে বাদ দিয়েছে ক্যারিবীয়রা।

দল থেকে বাদ পড়েছেন হাইডেন ওয়ালশ ও জুয়েল অ্যান্ড্রিু। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস ও উইকেটকিপার ব্যাটার আমির জানগু। টাইগারদের বিপক্ষে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন শাই হোপ।

গ্রেভসের জায়গা পাওয়াটা মূলত ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট সুপার৫০- এ দারুণ পারফরম্যান্সের পুরস্কার। লিস্ট-এ ক্রিকেটে টানা তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এরপর গেল নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি বলেন, ‘আমরা আইসিসি পুরুষ ৫০ ওভারের বিশ্বকাপকে মূল লক্ষ্য ধরে সামনে এগিয়ে যাচ্ছি। সিরিজ জয়ের স্বল্পমেয়াদী লক্ষ্য নিয়েও খেলোয়াড়দের তালিকা বিস্তৃত করতে চাইছি। বিশেষ করে ঘরের মাঠে এবং সাম্প্রতিক জয়ের (ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে) ধারা বজায় রাখাই আমাদের লক্ষ্য।’

এই সিরিজের জন্য গতকাল সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশও। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে থাকায় চলমান টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। কুঁচকির চোটের কারণে খেলবেন না মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ও। আঙুলের ফ্রাকশ্চার সেরে না ওঠায় টেস্টের মতো ওয়ানডেতেও নেই মুশফিকুর রহিম।

৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে মাঠে গড়াবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। একই মাঠে পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর এবং ১২ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহঅধিনায়ক), কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জানগু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মতি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

জানুয়ারি 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে বুরো বাংলাদেশ এনজিওর শীতবস্ত্র বিতরণ

৪ দিন পূর্বে / শিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪১ / জাতীয়

জাতীয় পতাকা বুকে নিয়ে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম…

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২৫ / বিনোদন

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১৪ / আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,