সোমবার, ৮ই পৌষ ১৪৩১, ২৩শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৩-০ ব্যবধানে ভারতের মেয়েদের ধবলধোলাই করলো অস্ট্রেলিয়া


নিউজ ডেস্ক

শেষ রক্ষা হলো না ভারতীয় মেয়েদের। অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ধবলধোলাই হতেই হলো ভারতীয়দের। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে ৮৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। ৩-০ ব্যবধানে ভারতকে ধবলধোলাই করেছে স্বাগতিকরা।

বুধবার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে স্মৃতি মান্দানার সেঞ্চুরির পরও ভারতীয়রা গুটিয়ে যায় ২১৫ রানে।

ভারতকে ধসিয়ে দিতে বড় অবদান রাখেন অস্ট্রেলিয়ার বোলার অ্যাশলে গার্ডনার। ১০ ওভার বল করে মাত্র ৩০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন স্পিন অলরাউন্ডার।


ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে ৯৫ বলে ১১০ রানের অনবদ্য ইনিংস খেলেন অ্যানাবেল সাদারল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পথে ৯টি চার ও ৪টি হক্কা হাঁকান তিনি। বোলিংয়ে চমক দেখানোর আগে ব্যাট হাতে চমৎকার ছিলেন গার্ডনার। ৬৪ বলে ৫ চারে ৫০ রানের ইনিংস খেলেন তিনি।

৫০ বলে হার না মানা ৫৬ রান করেন অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রাথ। ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি করতে ৫টি বাউন্ডারি মারেন তিনি। দুই ফিফটি আর এক সেঞ্চুরিতে ২৯৮ রানের বড় পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া।

জবাবে শুরুতে হোঁচট (৮ বলে ২ রান করে আউট রিচা ঘোষ) খেলেও দ্বিতীয় উইকেটে ১১৮ রানের জুটি করে ভারতীয়দের ভালো অবস্থানে নিয়ে যান দুই টপঅর্ডার মান্দানা ও হারলিন দোয়েল। ৬৪ বলে ৩৯ রান করে দোয়েল আউট হলে জুটি ভাঙে।

তৃতীয় উইকেটে হারমানপ্রিত কাউরের সঙ্গে ৩১ রানের জুটি করেন ওপেনার মান্দানা। ২২ বলে ১২ রান করে হারমানপ্রিত আউট হলে আর কোনো জুটি হয়নি।

মান্দানা দলীয় ১৮৯ রানে আউট হন। ১০৯ বলে ১০৫ রানের (১৪ চার ও ১ ছক্কা) ইনিংস খেলেন তিনি। ১৮৯ রান থাকতেই আরও ২ উইকেট হারায় ভারত। শেষ দিকে ২৬ রানে ৭ উইকেট বিলিয়ে দিয়ে ২১৫ রানে অলআউট হয় সফরকারীরা। ভারতের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেন অরুদ্ধতি রেড্ডি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু