নিউজ ডেস্ক
স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ১১ হাজার মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড করেছেন বাবর আজম। গতকাল শুক্রবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এ রেকর্ড করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
প্রোটিয়াদের বিপক্ষে ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেন বাবর। এতেই ১১ হাজার রানের ম্যাজিক ফিগারে পৌঁছান ডানহাতি ব্যাটার। দুর্দান্ত মাইলফলকে পৌঁছাতে বাবরকে খেলতে হয়েছে ২৯৮ ইনিংস। এর আগে ৩১৪ ইনিংস খেলে ১১ হাজার রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল।
দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১ হাজার রান করেছেন বাবর। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন শোয়েব মালিক।
সব মিলিয়ে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন বাবর। সাবেক সতীর্থ শোয়েব ও ক্রিস গেইল ছাড়াও এই রেকর্ড করেছিলেন কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, জস বাটলার, রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ ও জেমস ভিন্স।
এর আগে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দ্রুততম ৭ হাজার, ৯ হাজার ও ১০ হাজার মাইলফলকও স্পর্শ করেছিলেন বাবর।
৩১ রানের ইনিংস খেলে পাকিস্তানের ইতিহাসে সেরা ৫ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাবর। পঞ্চম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
১৪ হাজারের মাইলফলক ছোঁয়া পাকিস্তানের ৫ ক্রিকেটার-
ইনজামাম-উল-হক: ৫৫১ ইনিংসে ২০,৫৪১ রান
ইউনিস খান: ৪৯১ ইনিংসে ১৭,৭৯০ রান
মোহাম্মদ ইউসুফ: ৪৩২ ইনিংসে ১৭৩০০ রান
জাভেদ মিয়াঁদাদ: ৪০৭ ইনিংসে ১৬২১৩ রান
বাবর আজম: ৩৩৮ ইনিংসে ১৪০২৯ রান।