মোঃ জমশেদ আলী
চাঁপাইনবাবগঞ্জে চারিটি ব্লাড ইউনিটের ২০২৪ ইংরেজি সালের নতুন কমিটির পরিচিতি সভা ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। মোঃ রিজওয়ানুল ইসলাম কে সভাপতি ও মারুফ হাসান মতিন কে সাধারণ সম্পাদক করে ২০২৪ সালের কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
৩০ শে ডিসেম্বর শনিবার দুপুরে শেখ হাসিনা সেতুর নিচে চ্যারিটি ব্লাড ইউনিটের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা অলিউল ইসলাম মাইনুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা ডঃ মোঃ আব্দুস সামাদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ জমশেদ আলী, মোঃ আব্দুল জব্বার,মারুফ হোসেন,শওকত আলী,সাদিকুল ইসলাম, ল্যাব অন এর ম্যানেজার আব্দুল ওয়াহেদ প্রমূখ। বক্তারা নতুন কমিটিকে উদ্যোগী হয়ে কাজ করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
সকলে মিলে মিশে সমন্বয় করে কাজ করার আহবান জানান বক্তারা। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি মাহফুজ আলী,যুগ্ন সম্পাদক সিয়াম আলী,তুহিন আলী,সাংগঠনিক সম্পাদক মারুফ আলী,যুগ্ন সাংগঠনিক সম্পাদক আল আমিন,অর্থ সম্পাদক অসিম আলী,আইটি বিষয়ক সম্পাদক আব্দুল আলিম,প্রচার সম্পাদক মতিউর রহমান,ক্যাম্পিং সম্পাদক মিলন খান,ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মেহেদী হাসান,ক্রীড়া সম্পাদক ফয়সাল, অফিস সম্পাদক আব্দুল আহাদ,স্বাস্থ সম্পাদক হযরত আনাস,মহিলা বিষয়ক সম্পাদক অরিন সিফা,প্রকাশনা সম্পাদক জাকির হাসান,সাংস্কৃতিক সম্পাদক হৃদয় কুমার,শিক্ষা সম্পাদক মাসুদ,পরিবেশ সম্পাদক আব্দুল, আইন বিষয়ক সম্পাদক ইকবাল বারী,ধর্ম বিষয়ক সম্পাদক আহমাদুর রহমান সুজন সহ ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ডিসেম্বর মাসে। নতুন কমিটির সদস্যরা ভালো কাজের আশ্বাস ও অঙ্গিকার করেন। তাঁরা বলেন বিগত ২০২৩ সালের অভিজ্ঞতা ও ভুল গুলোকে সংশোধন করে ২০২৪ সালে ভালো ফলাফল ও কাজের এক্টিভিটি কয়েকগুন বৃদ্ধি হবে বলে আশা ব্যক্ত করেন নবাগত সভাপতি রিজুওয়ানুল ইসলাম।