আব্দুল কাদির
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে শিবগঞ্জ পৌর-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা কৃষকলীগের সভাপতি শাখাওয়াত হোসেন তুষার ও সাধারণ সম্পাদক জিয়াউল হকসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।