নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে সময় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের পাঠানপাড়ায় দৈনিক চাঁপাই চিত্র পত্রিকা অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেট কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই চিত্র'র সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জামশেদ আলী, স্বাধীন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দীপ্ত টিভির তারেক রহমান, মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।