চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৭) জুন দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, শিবগঞ্জ পৌরসভার আলিডাঙ্গা গ্রামের সুভাষ বোকতের স্ত্রী ববি বোকত (২২), ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি (হঠাৎপাড়া) গ্রামের এসলাসমের মেয়ে আমেনা খাতুন (১০) ও শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা ইসমাইল মাস্টার পাড়ার রাকিবুল ইসলামের মেয়ে মোসা. কবিতা খাতুন (১১)।
শিবগঞ্জ পৌরসভার স্থানীয়রা জানান, শুক্রবার বেলা তিনটার দিকে ববি তার বাড়ির সামনের একটি আম বাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা ইসমাইল মাস্টার পাড়ায় গোসল করার সময় বজ্রপাতে মৃত্যু হয় কবিতা খাতুনের। তিনি চরপাঁকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ছাত্রী।
ভোলাহাটে আম বাগানে ঝড়বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে ১০ বছরের শিশু আমেনা খাতুনের মৃত্যু হয়।স্থানীয়রা জানান, উপজেলার বড়গাছি গ্রামের হঠাৎপাড়া এলাকার আম বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলে আমেনা।
এরপর তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।