বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কতৃক পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি উন্নত উন্নত প্রযুক্তির মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তর আয়োজিত পাট চাষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
উক্ত আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড.পলাশ সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, রাজশাহী পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়।
পাট চাষ সমাবেশে উপস্তিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার পাট চাষীরা। পরে পাটবীজ ও পাট উৎপাদনে বিশেষ ভুমিকা রাখায় ১০ জন পাট চাষীকে ক্রেস্ট উপহার দেন অতিথি বৃন্দ।