চাঁপাইনবাবঞ্জে ক্লাইমেট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে "ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার ২০২৪" উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১২জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বর বঙ্গবন্ধু মঞ্চে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার।
আলোচনা সভায় সভাপতিত্ব করে সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কেএম কাওসার হোসেন ও রহিমা খাতুন। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ।
জানা গেছে, ক্লাইমেট কৃষি প্রযুক্তি মেলায় ১৮টি ষ্টলগুলোতে উচ্চ মূল্যের ফসল, বিভিন্ন প্রকার কম্পোষ্ট সার, আধুনিক প্রযুক্তিতে ধান চাষ, পারিবারিক পূষ্টি ও সবজি বাগান, নিরাপদ ফসল উৎপাদন, আম ও আমজাত পণ্য, বস্তায় আদা চাষ, ফল প্রযুক্তি, ছাদ কৃষি, নার্সারী, মধু ও মাসরুম চাষ প্রযুক্তি প্রদর্শিত করা হচ্ছে।