চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ঈদু-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে ২৬৯ জন দরিদ্র মানুষকে ১ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এ সহায়তা প্রদান করা হয়।
উক্ত আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এছাড়াও জেলা প্রশাসনের অন্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেছেন- ঈদু-উল আযহা'র ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সামান্য এ অর্থ সহায়তা আপনাদের দেয়া হচ্ছে। আশা রাখি আপনাদের কাজে লাগবে। আপনারা আমাদের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন বলে জানান তিনি।