চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জন্য জিওগ্র্যাফিক ইনফরমেশন সিস্টেম-জিআইএস ডেটা সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে।
গতকাল সোমবার তথ্য সংগ্রহকারীদের দুই দিনের কর্মশালায় এই তথ্য জানানো হয়।বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও।
কর্মশালায় বক্তব্য দেন- পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, এসএনভি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন, জিপিএডি’র তাজুল ইসলাম তানভির। সঞ্চালনায় ছিলেন শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন।
এসএনভি-নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় ও জিপিএডি’র কারিগরি সহায়তায় কর্মশালায় জানানো হয়, তথ্য সংগ্রহকারীরা পৌরসভার প্রত্যেকটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার অবস্থা, সড়কবাতিসহ অন্যান্য বিষয়ে ডিজিটালি তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্য পৌরসভার ওয়েবসাইটে বিশেষ সফটওয়ারের মাধ্যমে আপলোড করা হবে। স্ট্যান্ডার্ড ডেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট, টেকসই আরবান ওয়াটার সাইকেল (এসইউডবলিউসি) প্রকল্পের অধীনে এইসব তথ্য সংগ্রহ করা হবে।