চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে গতকাল বুধবার বিকেলে শহরের ওষুধের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব’র নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল গেট সংলগ্ন দুটি দোকানকে ‘ওষুধ ও কসমেটিকস্ আইন, ২০২৩’ এর ক্ষমতা বলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব বিষয়টি নিশ্চিত করেছেন।