চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় শোষণ-বষম্যহীন সমাজ গড়, কৃষি ক্ষেত্রে আমূল সংস্কার করো’- এমন সব স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষক সমিতির কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এসব কর্মসূচির আয়োজন করে জেলা কৃষক সমিতি।
সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও আমার দেশের কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কৃষকবান্ধবের কথা বলে যারাই ক্ষমতায় এসেছে, তারাই কৃষকের সঙ্গে প্রতারণা করেছে, কৃষকের কথা না ভেবে লুটেরা সিন্ডিকেটের কথা ভেবেছে। একদিকে কৃষক যখন তার ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়, তখন মধ্যস্বত্বভোগীরা কৃষকের উৎপাদিত ফসলের লাভটা নিয়ে যায়।
বিগত সরকার লুটেরাদের স্বার্থরক্ষায় বিদেশ থেকে চড়ামূল্যে সার কিনেছে আর সেই সার চড়ামূল্যে আমার কৃষককে কিনতে হয়েছে। অথচ আমাদের দেশের সার কারখানাগুলো সব বন্ধ করে দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, জেলা কৃষক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আবু হাসিব ও হাসান আলী, সহসাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সদস্য শারিফুল্লাহ গেদু মন্ডল, গোমস্তাপুর উপজেলা ক্ষেত মজুর সমিতির সাবেক সম্পাদক মোজাজুল হক। সমাবেশ পরিচালনা করেন কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক কুমার মিলন পাল।
বক্তারা কৃষকের স্বার্থে কৃষক সমিতির দাবিসমূহ মেনে নেয়ার আহ্বান জানান।