রিজওয়ানুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ উপজেলার মিরেরচর গ্রামে মিরেরচর আন-নূর পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উদ্বোধন করেন আবহা সেন্টার, সৌদি আরব এর দাঈ শায়খ জসিম উদ্দিন মাদানী ।
উদ্বোধনী অনুষ্ঠানে শায়খ জসিম উদ্দিন মাদানী বলেন, বইপড়ার প্রতি মানুষের অনীহা বাড়ছে। বিশেষ করে নতুন প্রজন্মকে সংস্কৃতি ও বইমুখী করতে লাইব্রেরির কোনো বিকল্প নেই। এলাকার সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক চর্চা এবং গবেষণায় মিরেরচর আন-নূর পাঠাগার ভূমিকা পালন করবে। এই পাঠাগার বইপড়ার পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে সামাজিক তথ্য ও ইতিহাসের উপাদান সংরক্ষণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নাম্বার সুন্দরপুর ইউনিয়ন এর ৪ নাম্বার ওয়ার্ড এর মেম্বার আব্দুর রাজ্জাক, সমাজসেবক মুঞ্জুর হাজী, সমাজসেবক আব্দুস সালাম, সমাজসেবক মকবুল হোসেন,সমাজসেবক মুক্তার হোসাইন,সমাজসেবক অবাইদুর রহমান,উপস্থিত ছিলেন মিরেরচর আন-নূর পাঠাগার এর সদস্যগণ,আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যাক্তি বর্গ।