চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান।
আজ সুন্দরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত “নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ সহযোগিতায় বাস্তবায়িত “প্রত্যাশা-২” প্রকল্পের আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি বলেন, “ব্র্যাকের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জের বিদেশফেরত ব্যক্তিরা এখন যথাযথ সেবা পাচ্ছেন। ইউনিয়ন পরিষদ থেকেও যতটা সম্ভব সহযোগিতা করা হবে এবং মাঠপর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিনগর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক জ্যেষ্ঠ শিক্ষক আব্দুর রশিদ। কর্মশালায় ইউনিয়ন পরিষদের সব ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশ, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিদেশফেরত অভিবাসীরা অংশগ্রহণ করেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সদর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জিন্নাত আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি কো-অর্ডিনেটর আশিকুজ্জামান। তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও “প্রত্যাশা-২” প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আশিকুজ্জামান বলেন, “প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সম্ভাব্য অভিবাসীরা অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে নিয়মিতভাবে অবহিত হবেন। পাশাপাশি বিদেশফেরতদের জন্য মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা প্রদান অব্যাহত রয়েছে।”