নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের একটি লেক থেকে ৪৫ বছর বয়সী এক ব্যাক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পূর্বাচল উপ-শহরের ব্রাক্ষ্মনখালী লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বুধবার সকাল ৭ টার দিকে স্থানীয়রা পূর্বাচলের ব্রাক্ষ্মনখালী লেকে ৭ টুকরো করা এক ব্যাক্তির লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ টুকরো করা লাশটি উদ্ধার করে। ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক ৫/৬ দিন আগে ৪৫ বছর বয়সী ব্যাক্তিটিকে হত্যার পর লাশটি টুকরো এখানে ফেলা হয়েছে। লাশের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে হত্যার রহস্য উদঘাটন করা হবে।