নিউজ ডেস্ক
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটজন বাংলাদেশীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে দু’জনকে লাঠিটিলা ও ছয়জনকে কচুরগুল এলাকায় অভিযান চালিয়ে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, ‘বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি-এর অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মো: আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৮০৫/এম এর কাছ দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দু’জনকে এবং বাকি ছয়জনকে কচুরগুল চা বাগানে অভিযান চালিয়ে আটক করে।’
আটক হওয়া ব্যক্তিরা হলেন মো: মোহাবব্বত আলী হাওলাদার (৬৫), মো: রবিউল হাওলাদার (১৯), মো: সেলিম মিয়া (৪০), মো: মহিম (২৬), মো: রাশেদ ইসলাম (৩৪), মো: আবু নাঈম (২৪), মো: মামুন (২৮) ও মো: আশরাফুল ইসলাম (৩৫)।
বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোরশেদুল আলম ভূইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলা দিয়ে আসামিদের মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হচ্ছে।’