চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ও রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগষ্ট শনিবার সকাল ১১ টায় সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন দাবী দেওয়া নিয়ে মানববন্ধন করেন জেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সুজন এর জেলা,উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ। সুজন - এর চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ আসলাম কবির এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, হৃদরোগ বিশেষজ্ঞ ও চ্যারিটি ব্লাড ইউনিটের প্রধান উপদেষ্টা ডাঃ সামাদ, সিনিয়র এ্যাড. ইশাহাক,সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সুজন- এর সদর উপজেলা সভাপতি এ্যাড নুরে আলম সিদ্দিকি আসাদ, সাধারণ সম্পাদক জারিফ হোসেন,ভোলাহাট উপজেলা সম্পাদক বিএম রুবেল আলী,জেলা সুজন এর অর্থ সম্পাদক ফারুক চৌধুরী, রোভার স্কাউট প্রতিনিধি শেখ নাসিম, শিবগঞ্জ উপজেলা সুজন - এর সভাপতিত্বে রোকনজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মাহিন খান প্রমুখ। । বক্তারা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে পনেরো বছরের আওয়ামী শাসনের অবসান ঘটেছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট পরিচালনা করছে। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র এবং রাজনৈতিক সাংস্কৃতির আমূল পরিবর্তন। বক্তরা আরোও বলেন সুজন- এর পক্ষ থেকে দীর্ঘদিন থেকে রাজনৈতিক সংস্কার এর জন্য আন্দোলন করে আসছে তাঁরা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্র সংস্কার এর দাবিতে সারাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেন সুজন- এর নেতৃবৃন্দ।
মানববন্ধনে রাষ্ট্র সংস্কারের দাবীসমূহঃ
১.হত্যা, সহিংসতা, লুটপাট ইত্যাদিতে জড়িতদের চিহ্নিত করার জন্য জাতিসংঘের তত্বাবধানে দ্রুত কমিটি গঠন করুন
২. হত্যা ও সহিংসতায় জড়িতদের দ্রুততার সাথে বিচারের আওতায় আনুন
৩.আন্দোলনে নিহতদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট পরিবারগুলোকে সহায়তা করুন ও ক্ষতিপূরণ দিন
৪.আহতদের সুচিকিৎসা সহ পুনর্বাসনের ব্যবস্থা করুন.
৫.সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনুন
৬. ধর্ম যার যার রাষ্ট্র সবার
৭.সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা
৮. রাজনীতিতে ধর্মের ব্যবহার ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করো
৯. পরমত সহিষ্ণুতার বার্তা,বৈচিত্র্যতার মাঝে ঐক্যের চেতনা ছাড়িয়ে দাও
১০. অসাম্প্রদায়িক বৈশিষ্ট্যের সংবিধান চাই
১১. সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক ঐক্যমত চাই
১২. সংবিধানের গণতান্ত্রিক চেতনা পরিপন্থী ৭০ অনুচ্ছেদদের সংস্কার করো এবং প্রধানমন্ত্রী পদের টার্ম লিমিট নির্ধারণ করো
১৩.জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সহ সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে দলীয়করণমুক্ত করো
১৪. আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন চাই
১৫. নির্দলীয় ভিত্তিতে স্থানীয় সরকারের নির্বাচন চাই
১৬. স্থানীয় সরকারের কর্মকাণ্ডে সংসদ সদস্যদের হস্তক্ষেপ নিষিদ্ধ কর
১৭. সংরক্ষিত নারী আসন এক তৃতীয়াংশে উন্নীত কর এবং নির্বাচনের ব্যবস্থা কর
১৮. ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করা
১৯.সাইবার সিকিউরিটি অ্যাক্ট এর নির্বতনমূলক ধারা সমূহ বাতিলসহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত কর
২০. সৎ যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমনায় নির্বাচন কমিশন পূর্ণ গঠন কর
২১. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যথাযথ বাস্তবায়ন চাই এবং বিশেষ ট্রাইব্যুনালে দুর্নীতিবাজদের বিচার চাই
২২. তরুণদের নেতৃত্ব বিকাশে কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করো
২৩. গুম,খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করো
২৪. একটি শোষণহীন মানবিক রাষ্ট্র চাই
২৫. সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই
২৬. রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান ও আদর্শভিত্তিক জনকল্যাণমুখী রাজনীতি চাই