মোঃ মাহফুজ আলী
তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলার চরতারাপুর ঠুঠাপাড়া জামিয়া সালাফিয়া ইসলামিয়া ও মাদ্রাসা প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন তারা।
চ্যারিটি ব্লাড ইউনিট সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা।
একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠানের চরঠুঠাপাড়া জামিয়া সালাফিয়া ইসলামিয়া ও মাদ্রাসা প্রধান শিক্ষক বলেন এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
আজ তারা এই এলাকার তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল। এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরুণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "চ্যারিটি ব্লাড ইউনিট'' সংগঠনটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো ও নিতে পারবো।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ রিজওয়ানুল ইসলাম, সেক্রেটারি মোঃ মারুফ হাসান মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাসান, ক্যাম্পিং সম্পাদক মোঃ মিলন খান, সহ-সভাপতি মোঃ সবুজ আলী, সহকারী অর্থ সম্পাদক মোঃ অহেদ আলী।
ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।