মোঃ সোহেল রানা
বীর বিক্রম শহীদ নায়েক মহর আলি উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন দ্বিতল ও তৃতীয় তলা উর্দ্ধমূখি ভবনের নির্মাণাধীন কাজের ফলক উন্মোচন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের স্বরুপনগরে অবস্থিত বীর বিক্রম শহীদ নায়েক মহর আলি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১ টায় প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে ভবনটির নির্মান কাজের উন্মোচন অনুষ্ঠানে ভবনটির ফলক উন্মোচন করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। শিক্ষা প্রকৌশলের অধিদপ্তরের অর্থায়নে (রাজস্ব) ১ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি বাস্তবায়ন করছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
নির্মাণাধীন ভবনের ফলক উদ্বোধন অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোসা. জান্নাতুল ফেরদৌসী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আল মামুন, সহকারী শিক্ষক কয়েস আলী, হাবিবুর রহমান পিন্টুসহ অন্যন্যরা।