চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরুপনগর গ্রামের মরহুম নজরুল ইসলামের বড় ছেলে আবুল কালাম আজাদ স্বপনের মৃত্যুতে মরহুমের পরিবার এই দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
শুক্রবার (২৪ মে) বাদ আসর স্বরুপনগর জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মসজিদটির পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, মরহুমের ছোট ভাইদ্বয়, স্থানীয় প্রতিবেশীসহ মরহুমের সহকর্মী বৃন্দ।
মরহুম স্বপনসহ এলাকার যেসব মানুষ কবরে শায়িত আছেন সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন স্বরুপনগর জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মো.সাইফুল ইসলাম।