চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া থেকে ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের করবে এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গাজীপুর গ্রামের একটি আম বাগানের অভিযান চাুলিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার আগে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা তাদের হেফাজতে থাকা মাদক ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৩৫৩ বোতল আমদানী নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব।