কপোত নবী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দর মহাসড়ক এলাকায় সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ এর নের্তৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় লাইসেন্স বিহীন, হেলমেট বিহীন, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালানোর অপরাধে মোট ১৪ জন অভিযুক্তকে মোট ৫ হাজার ৩০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
একইসাথে চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সচেতন নাগরিক হিসেবে আইন মেনে চলাসহ ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়।
ঘন্টাব্যাপী চলা এ অভিযানে সহযোগিতা প্রদান করেন, সহকারী পরিচালক, বিআরটিএ, ৫৯ বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। সড়কে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ।