শুক্রবার, ৩০শে শ্রাবণ ১৪৩২, ১৫ই আগস্ট ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শেখ রাসেলে আটকে গেল মোহামেডান

সংগৃহীত

নিউজ ডেস্ক

ফর্টিসকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছিল মোহামেডান। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরুতেই এগিয়ে গিয়েছিল। কিন্তু শেখ রাসেল ক্রীড়াচক্র তাদের জিততে দেয়নি। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান ও শেখ রাসেলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে শেখ রাসেল। মোহামেডান এগিয়ে যায় নবম মিনিটে। ডিফেন্ডারদের ভুলের মাশুল দেয় শেখ রাসেল।

মেহেদী হাসান মিঠুর লম্বা পাস শেখ রাসেলের সেন্টার ব্যাক মালিকভ আলমাজবেক নিয়ন্ত্রণে রাখতে না পারলে বল পান শাহরিয়ার ইমন। বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটান তিনি। তারপর অন্য প্রান্তে ফাঁকায় দাঁড়ানো সুলেমানে দিয়াবাতেকে বল দেন। মোহামেডান অধিনায়ক গোল করেছেন নিখুঁত শটে। পিছিয়ে থাকা শেখ রাসেল ৪১তম মিনিটে সুযোগ তৈরি করেছিল। পাল্টা আক্রমণে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন সেলেমানি ল্যান্ড্রি। তার শট আটকে মোহামেডানকে বাঁচান গোলরক্ষক সুজন হোসেন। পরেরবার ব্যর্থ হননি ল্যান্ড্রি। গোলের জন্য মরিয়া থাকার পুরস্কার পায় ২-১ গোলে শেখ জামালকে হারিয়ে লিগ শুরু করা শেখ রাসেল।

৬৩তম মিনিটে সুমন রেজা দুই ডিফেন্ডারের উপর দিয়ে বল পাঠান বুরুন্ডির ফরোয়ার্ডের পায়ে। ঠাণ্ডা মাথায় মোহামেডান কিপারকে পরাস্ত করে সমতা ফেরান তিনি। লিগে দিনের আরেক ম্যাচেও কেউ জিততে পারেনি। মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দুইবার এগিয়ে গিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু পাল্টা গোলে তাদের হতাশ করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ভালিজনভ ওতাবেক ১৮ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে নেন পেনাল্টি গোলে। ২৫ মিনিটে সমতা ফেরান আর্নেস্ট বোয়াটেং। ৬৭তম মিনিটে ব্রাদার্স আরেকবার এগিয়ে যায় মাহবুবুর রহমানের গোলে। কিন্তু ৮৮ মিনিটে শামিন ইয়াসার রহমতমগঞ্জকে সমতায় ফেরান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

আগস্ট 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২৩ / নওগাঁ জেলা

নওগাঁয় আম চুরি করতে গিয়ে দুই সাংবাদিক আটক!

১৮ই জুন ২০২৫ সকাল ১১:৫৫ / প্রযুক্তি

বাজারে আসছে ট্রাম্প মোবাইল, পাবেন যত টাকায়

১৮ই জুন ২০২৫ সকাল ০৮:৩৯ / রাজনীতি

চাঁদাবাজি করতে গিয়ে ফের জনতার হাতে আটক যুবদল…

১৭ই জুন ২০২৫ রাত ১১:৪১ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এসি ল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের…