নিউজ ডেস্ক
আজ ২১ ফেব্রুয়ারি, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষার সম্মান রক্ষা ও রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা তথা রক্তচক্ষুকে ভ্রুকুটি করে বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দিয়েছেন সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউলরা। জাতি আজ সেই অমর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
অভিজ্ঞ সাকিব আল হাসান তার অফিশিয়াল ফেসবুক পেজে গ্রাফিক্যাল ইমেজ দিয়ে লিখেছেন, ‘ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’
তামিমও একই রীতি অনুসরণ করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি...আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
উইকেটকিপিং ব্যাটার মুশফিকুর রহিম ভাষাশহীদের স্মরণ করেছেন এভাবে, ‘সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২-র ভাষা আন্দোলনেও এর কোন ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহীদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
সম্প্রতি তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত অবশ্য শুধু গ্রাফিক্যাল ইমেজ পোস্ট করেই শ্রদ্ধা জানিয়েছেন। তাতে লেখা, ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক বাঙালির হৃদয়।’
আরেক কিপিং ব্যাটার লিটন দাস তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ভাষার জন্য প্রাণ দিতে যে জাতি জানে, সে জাতি কখনও পরাধীন থাকে না। ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’ বিপিএলে মঙ্গলবার শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব।
আজ ও কাল বৃহস্পতিবার দুই দিনের বিরতি। শুক্রবার ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্ব।