আব্দুল কাদের
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নামোজগন্নাথপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চর জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নামোজগন্নাথপুর স্পোর্টিং ক্লাব ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ আদর্শ ক্লাব ক্রিকেট দল। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আজমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শামীম রেজা, আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম ও যুবলীগ নেতা হাফিজুর রহমান প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেয়া হয়।