নিউজ ডেস্ক
চলমান আইপিএল চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। যার ফলে আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামের আগেই তাকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা। লঙ্কান ফ্র্যাঞ্চাইজিটি পোস্টে লিখেছে, বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা গর্বিত।
এদিকে ডাম্বুলার মালিকানায় এসেছে পরিবর্তন। এই দলটির মালিকানা সত্ত্ব কিনেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পোরিয়াল গ্রুপ। গত আসরে দলটির নাম ছিল ডাম্বুলা অরা। এবার পরিবর্তন করে নাম রাখা হয়েছে ডাম্বুলা থান্ডার্স।
এলপিএলের আসন্ন আসরকে কেন্দ্র করে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এরপর বেশ কয়েকজন ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ড। যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।