নিউজ ডেস্ক
বিশ্বকাপের সুপার এইটের লড়াই গতকাল শেষ হয়েছে। অস্ট্রেলিয়া-বাংলাদেশকে আক্ষেপে পুড়িয়ে চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে আফগানিস্তান। আগামীকাল ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। এরপর গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে নামবে ভারত ও ইংল্যান্ড। তবে সেমিফাইনাল না খেলেই ফাইনাল যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে রোহিত শর্মাদের।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। গায়ানায় ইংলিশ পরীক্ষা দেওয়ার আগেই বিশ্বকাপের ফাইনালের পথে ভারত। না খেলেই ফাইনালে যাওয়ার রহস্যের পেছনে রয়েছে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গায়ানায় ভারত-ইংল্যান্ড ম্যাচে ভারী সম্ভাবনা রয়েছে। ম্যাচের দিন বৃষ্টির ৮৮ শতাংশ সম্ভাবনা রয়েছে। এর মানে দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির বাগড়া পড়তে যাচ্ছে তা নিশ্চিত। আইসিসির বাইলজ অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনালে কোনো ধরনের রিজার্ভ ডে নেই।
এই কারণে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে সুপার এইটে শীর্ষ দল হিসেবে ভারত ফাইনালে পৌঁছে যাবে। ম্যাচের আগের দিন আজও গায়ানাতে বৃষ্টি হয়েছে, যে কারণে ক্রিকেটাররা অনুশীলন করতে পারেনি। তবে দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়ানোর সর্বাত্মক চেষ্টা করবে আইসিসি।
দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকায় ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত ২৫০ মিনিট রেখেছে আইসিসি। এর ভেতর খেলার ফল না এলে ভারত না খেলেই চলে যাবে বিশ্বকাপের ফাইনালে। সুপার এইটে গ্রুপ রানার্সআপ হওয়ায় কপাল পুড়বে ইংল্যান্ডের।