বুধবার, ১৮ই পৌষ ১৪৩১, ১লা জানুয়ারী ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা


নিউজ ডেস্ক

বিপিএলের ১১তম আসর শুরু হতে ৪৮ ঘণ্টাও হাতে নেই। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। বাঁহাতি এই গতি তারকা ছাড়া এই বিপিএলে বড় মাপের কোনো আন্তর্জাতিক তারকা থাকছেন না।

যে কারণে শাহিন আফ্রিদির দিকে নজর দেশীয় গণমাধ্যমগুলোর। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশের মাটিতে পা রাখা শাহিন আজ শনিবার নেমেছিলেন অনুশীলনে। মিরপুর শেরে বাংলার একাডেমি মাঠে অনুশীলনের এক ফাঁকে পাক পেসারকে ঘিরে ধরেছেন সাংবাদিকরা।

উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন শাহিন। জানিয়েছেন, প্রথমবারের মতো বিপিএল খেলতে আসার পেছনের গল্প। বিপিএল ও বাংলাদেশি ক্রিকেটারদের মূল্যায়নও উচ্চারিত হয়েছে তার কণ্ঠে।

শুরুতেই শাহিনের কাছে প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে শাহিন আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই (তামিম ইকবাল) যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি এক্সাইটেড। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারবো।’

শাহিনের তারকাখ্যাতি ক্রিকেটবিশ্ব জুড়েই আছে। অন্যান্য দামি ক্রিকেটাররা না থাকায় এবারের বিপিএলে শাহিনকেই বড় তারকা হিসেবে ধরা হচ্ছে। যে কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকব্নে তিনি।

টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা হওয়ার অনুভূতি কেমন, এমন প্রশ্নের উত্তরে শাহিন আফ্রিদি জানান, তিনি আসলে বড় তারকা নন। বরং বাংলাদেশেই অনেক বড় তারকা আছে।

শাহিন আফ্রিদি বলেন, ‘সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করবো। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করবো।’

বাংলাদেশি ফাস্ট বোলারদের ভূয়সী প্রশংসা করেন শাহিন আফ্রিদি। সামনে বাংলাদেশি পেসাররা আরও ভালো করবেন বলেও প্রত্যাশা পাক পেসারের। শাহিনের পরামর্শ, টেস্ট ক্রিকেট খেলার মাধ্যমে পেসারদের প্রস্তুত করতে হবে বাংলাদেশকে।

শাহিন আফ্রিদি বলেন, ‘বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগ খুব ভালো। আমি তাসকিনের কথা বলতে পারি। এখন বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন। তরুণ বোলার (নাহিদ) রানা, সে খুব ভালো বোলিং করেছে। তার গতি আছে, লম্বা বোলার। আমার মতে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের অনেক ফাস্ট বোলার উঠে আসছে। তাদের যথাযথ দিকনির্দেশনা দিয়ে লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি করতে হবে। কারণ লাল বলের ক্রিকেট খেলেই আপনি বেশি উন্নতি করতে পারবেন।’

বিপিএলে আসার পেছনে কী কী ফ্যাক্টর কাজ করেছে, এমন প্রশ্নে ২৪ বছর বয়সী পাক পেসার বলেন, ‘আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল।’

বিপিএলের মান নিয়ে নানা আলোচনা-সমলোচনা আছে। শাহিন আফ্রিদি কীভাবে বিপিএলকে মূল্যায়ন করবেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসবো। আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো। আমি জানি, অনেক পাকিস্তানি এখানে খেলে। আমি প্রথমবার খেলবো। দেখা যাক, ক্রিকেট কেমন হয়। এরপর আমি তুলনা করতে পারবো।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪১ / জাতীয়

জাতীয় পতাকা বুকে নিয়ে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম…

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২৫ / বিনোদন

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১৪ / আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু