চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে কথিত ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে বলে ডিবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া যুবক মুন্সিপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে মো. শয়ন আলী (২৯)।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. শাহীন আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ পিস কথিত ইয়াবাসহ মো. শয়ন আলীকে আটক করা হয়।